আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সীমান্তের কাছে রাজো শহরের মিলিটারি পুলিশ কারাগারে প্রায় ২ হাজার বন্দি রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৩০০ আইএস যোদ্ধা। কারাগারে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরাও রয়েছে।
রাজো কারাগারের এক কর্মকর্তা বলেন, ‘ভূমিকম্প আঘাত হানার পর রাজো কারাগার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্দিরা বিদ্রোহ শুরু করে। কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। সেই সময় প্রায় ২০ জন বন্দি পালিয়ে যায়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরীয় সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রথশ ৭.৮-মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও প্রায় একশ’ আফটারশক অনুভূত হয়। যা পুরো অঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।
প্রতিবেদন মতে, ভূমিকম্পের আঘাতে রাজো কারাগারের দেয়াল ও দরজায় ফাটল দেখা গেছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, কারাগারে একটি বিদ্রোহ হয়েছে। তবে বন্দিরা পালিয়ে গেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।
কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫৮