স্পোর্টস ডেস্ক : বিপিএল চলাকালেই ওমরাহ করতে সৌদি আরব গিয়েছিলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ওমরাহ শেষ করে দেশে ফিরেছেন। খুলনা টাইগার্সের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি নিজেদের সবশেষ ম্যাচ খেলে বরিশাল। ৭ ফেব্রুয়ারির আগে তাদের কোনো ম্যাচ ছিল না। ফাঁকা সময়টাতেই ওমরাহ করতে চলে যান সাকিব।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়েছে তাদের। আগামী শুক্রবার খুলনার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।
কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৯