লাইফ ষ্টাইল ডেস্ক : ভারতের অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. বিকাশ মজুমদার মনে করেন, বেশকিছু বড় অসুখের পূর্বলক্ষণ হলো এমন অনুভূতি।
অতিরিক্ত ঘামের লক্ষণটিকে গুরুত্ব না দিলে পরিবারের কোনো সদস্যের অনাকাঙ্ক্ষিত আকস্মিক দুঃসংবাদ পেতে পারেন আপনি। নিজেও পড়তে পারেন বিপাকে। তাই ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আসুন জেনে নিই এমন অনুভূতির সঙ্গে কোন কোন জটিল রোগের সম্পর্ক রয়েছে।
হৃদ্রোগ: হার্টের কোনো সমস্যা হলে আপনার অবশ্যই শীতে ঘাম আর গরম অনুভব দেখা দেবে। এর সঙ্গে উপসর্গ হিসেবে থাকতে পারে বুক ধড়ফড়, বুকে ব্যথা, কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া এবং বুকে চাপ অনুভব ও শ্বাসকষ্ট ইত্যাদি। হার্টের গতি কম বা বেশি হলে কিংবা হার্টে ব্লক থাকলে আপনার শরীরে মাত্রাতিরিক্ত ঘাম হবে।
ডায়াবেটিস: এমন অনুভূতির সঙ্গে ডায়াবেটিস রোগটিরও সম্পর্ক আছে। ডায়াবেটিস রোগীদের হঠাৎ ব্লাডসুগার কমে গেলে শরীরে অস্বস্তির সঙ্গে প্রচুর ঘাম ও গরম লাগার অনুভূতি সৃষ্টি হয়।
থাইরয়েড: থাইরয়েডের ভারসাম্যহীনতার কারণেও এ প্রবণতা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, হাইপার থাইরয়েডের জন্য মানুষের শরীরে থাইরয়েড হরমোনের ক্ষরণ বেশি হয়, ফলে রোগীর খিদে বেড়ে যায়। কিন্তু ওজন কমতে থাকে। সেই সঙ্গে বেড়ে যায় মাত্রারিক্ত ঘামের প্রবণতা। শীতেও অনুভব করেন হালকা গরম লাগার অনুভূতি।
স্ট্রোক: হঠাৎ মাথার যন্ত্রণা, শরীরে প্যারালাইসিসের মতো অনুভূতি কিংবা স্ট্রোকের পূর্বে বেশ কয়েক দিন আপনার প্রচুর ঘাম হতে পারে। শীতেও এ ঘাম আর হালকা গরম অনুভব করবেন আপনি।
টেনশন ও ভয়: শরীরে কোনো স্ট্রেস, টেনশন বা ভয়ের কারণ হলে অ্যান্ড্রিনালিন ও নন্-অ্যান্ড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে গিয়ে অটোনোমিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায় এবং ঘামের সৃষ্টি করে। এতে শীতেও আপনি অনুভব করেন হালকা গরম।
রক্তে ইনফেকশন: যদি আপনার রক্তে ইনফেকশনের সমস্যা থাকে, তবে তা আপনার শরীরকে প্রায়ই উত্তপ্ত করে তুলবে। যার কারণে শীতেও আপনার গরম লাগবে। সেই সঙ্গে হালকা ঘামও হবে।
সূত্র: আনন্দবাজার
কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৮