ডেস্ক নিউজ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা ভবনের চতুর্থ তলায় আগুনে লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
ভবনটির চতুর্থ তলায় কিডনি বিভাগ রয়েছে। রোববার বিকাল ৩টায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে অবস্থানরত অনেকে আতঙ্কে নিচে নেমে আসেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৭