ডেস্ক নিউজ : পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে শেষবার দেখা গেছে দুই বছর আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি। জাতীয় দলে থাকর সময়ই সতীর্থ ক্রিকেটাররা তাকে ‘প্রফেসর’ নামে ডাকতেন। এই নাম ব্যবহার করতেন ধারাভাষ্যকাররাও। এমনকি ২০২১ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্লাডিয়েটরসের হয়ে খেলার সময় জার্সিতে তার নাম ছিল ‘প্রফেসর’।
কেন এই নামে ডাকা হতো, কিভাবে এই ডাক নামের উৎপত্তি সে বিষয়ে এক সাক্ষাৎকারে ব্যাখ্যা দিয়েছিলেন হাফিজ নিজেই। তার জানার ইচ্ছা এবং খেলা বুঝতে পারার সামর্থ্যের জন্য প্রফেসর নামে ডাকা হয় বলে জানিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় আমার জিজ্ঞাসু মনোভাব ও খেলা নিয়ে জ্ঞানের জন্য আমাকে ওরা প্রফেসর বলে ডাকে। ইংল্যান্ডে খেলার সময় এক এজেন্ট আমাকে এই নামে ডাকা শুরু করে। কারণ, ওকে আমি প্রচুর প্রশ্ন করছিলাম। তার পরে ধারাভাষ্য দেওয়ার সময় রমিজ রাজাও নামটি উচ্চারণ করেন। এভাবে সবাই আমাকে প্রফেসর বলে ডাকা শুরু করে।’
১৯৮০ সালে পাঞ্জাবে জন্ম নেওয়া হাফিজ পাকিস্তান দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৩ সালে। সব মিলিয়ে পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন হাফিজ।
কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০০