শার্শা(যশোর)সংবাদদাতা : কেন্দীয় বিএনপি ঘোষিত সরকার পতনের ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বেনাপোল পৌর বিএনপি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ সফল করেতে বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর নির্দেশনায় বৃহস্পতিবার বিকাল ৫ টায় বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এ জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন।জরুরী এ সভায় উপস্থিত থেকে বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মিলন, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, বেনাপোল পৌর বিএনপি নেতা নাসিমুল গনি বল্টু,মোঃ ইসাহক মিয়া, আব্দুর সবুর শেখ, আব্দুল মালেক,রফিকুল ইসলাম, ইয়ার আলী, আতিয়ার রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, আক্তারুজ্জামান, আব্দুল মান্নান, ইদ্রিস আলী ইদু, ইসরাফিল হোসেন, ইয়াকুব আলী, আব্দুস ছাত্তার, ইদ্রিস আলী বাবু ,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, ,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন, সদস্য সচিব ইসতিয়াক আহম্মেদ শাওন প্রমুখ।
জরুরী এ সভায় আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বেনাপোল পৌর সভার ৯টি ওয়ার্ডে স্ব স্ব ওয়ার্ড বিএনপি, যুবদল , ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মিকে ঐক্যবদ্ধ ভাবে শুক্রুবার সারাদিন ব্যাপক ভাবে গনসংযোগ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৪