বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে পদত্যাগ-পরবর্তী বহিস্কৃত নেতা আবদুস সাত্তার ভূঞা এম.পি নির্বাচিত হয়েছেন। বুধবার রাত সোয়া সাতটার দিকে জেলা পুলিশের একটি বিশেষ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। হিসেবে অনুযায়ি, প্রায় ১৫ ভাগের মতো ভোট পড়ে।
সূত্র মতে, কলারছড়া প্রতীকে ৪৪ হাজার ৮১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির আব্দুল হামিদ পেয়েছেন ৯৫৮১ ভোট। স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদ পেয়েছেন ৩২৫৮ ভোট।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫০