আন্তর্জাতিক ডেস্ক : স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে মঙ্গলবার গান্ধীনগরের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০১৩ সালে এক নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
২০০১-২০০৬ সাল পর্যন্ত সুরাটের এক নারী আহমেদাবাদের কাছে মোতেরায় আসারামের আশ্রমে থাকতেন। সেই সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ২০১৩ সালে মামলা করেন এই নারী। সেই মামলায় সোমবার দোষী সাব্যস্ত হন আসারাম। এই মামলায় আদালত আসারামের স্ত্রী লক্ষ্মীবেন, কন্যা ও আরও চার শিষ্যসহ ছয়জনকে খালাস দিয়েছেন।
কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৯:২০