চারদিনের সফরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গিয়েছিল জাতিসংঘের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে ছিলেন জাতিসংঘের বড় বড় প্রতিনিধিরা। সফর চলাকালীন কাবুল ও কান্দাহারে তালেবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের ডেপুটি সচিব আমিনিয়া মোহাম্মদ। আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে আলোচনা করেন তিনি। এর মাঝেই দেখা যায় তালেবানের পতাকার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন জাতিসংঘের একাধিক প্রতিনিধি। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
উল্লেখ্য, তালেবানের পতাকার সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের ছবিটি পোস্ট করেছে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান। এ প্রসঙ্গে তাদের মুখপাত্র আলি মইসিম টুইটারে লেখেন, ‘আন্তোনিও গুতেরেসের কাছে আরজি বিষয়টি তদন্ত করে দেখা হোক। এই ধরনের আচরণ জাতিসংঘের মর্যাদা খর্ব করছে।’