আন্তর্জাতিক ডেস্ক : এই বছর লুনার নিউ ইয়ারের প্রধান দিন হলো ২২ জানুয়ারি। রবিবার থেকেই উৎসব উদযাপন শুরু হয়েছে এবং ১৫ দিন ধরে চলবে। প্রতিবছর কিন্তু একই তারিখে পড়ে না লুনার নিউ ইয়ার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণত প্রতিবছর ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে পড়ে লুনার নিউ ইয়ার।
স্যান্ডি বলেন, তিনি অনেক ভাগ্যবান। অনেকে যখন পরিবারের সদস্যদের হারিয়েছে, স্যান্ডি সেই সময় নিজের ৮৭ বছর বয়সি দাদির সুস্থতার খবর পেয়েছেন। শেনজেন প্রদেশের ৩১ বছর বয়সি তরুণী সোফি জানান, তিনি স্বজনদের বাড়িতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। চাচাতো-মামাতো ও ফুফাতো বোনদের সঙ্গে আড্ডা দেওয়ারও পরিকল্পনা করছেন। সেই সঙ্গে ভাবনায় রয়েছে নতুন সাজের ব্যাপার।
সূত্র : বিবিসি
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৪