মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি গ্রামের একটি বাঁশবাগানের ভিতর থেকে একটি লং ওয়ান শুটারগান উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি বিওপি কোম্পানীর সদস্যরা মাদক ও চোরাচালান অভিযানের সময় পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে। যার আনুমানিক মুল্য প্রায় এক লক্ষ টাকা। শনিবার সকালে মামলা দায়েরসহ অস্ত্রটি দৌলতপুর থানায় জমা দেয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৯