স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ২১ জন ক্রিকেটার থাকছেন বোর্ডের চুক্তিতে। যাদের মধ্যে তিন ফরম্যাটের চুক্তিতে কেবল চারজন।
শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। তিন ফরম্যাটের চুক্তিতে থাকা ক্রিকেটাররা হচ্ছেন- সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩১