স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বল ধরার সময় বাম হাতের হাড় ভেঙেছে খালেদ মাসুদ পাইলটের। বুধবার সেই হাড়ের অপারেশন হয়েছে। তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
অপারেশন করা হয়েছে পাইলটকে। এ জন্য মন কাঁদছে ভক্তকূলের।পরিপ্রেক্ষিতে অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার জন্য দোয়া ও শুভকামনা চেয়েছেন।
গত শুক্রবার রাজশাহীতে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিক্সার্সের হয়ে বগুড়ার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব দুপচাঁচিয়ার বিপক্ষে খেলছিলেন পাইলট।
শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষের প্রয়োজন ছিল ৪ রান। সেই মুহূর্তে প্রায় ৪ হতে যাওয়া একটি বল দুর্দান্তভাবে আটকে ফেলেন তিনি। এতে রাজশাহী দল জয়লাভ করলেও তার বাম হাতের হাড় ভেঙে যায়।
সে জন্য অপারেশনের টেবিলে বসতে হচ্ছে পাইলটকে। এদিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার ভাঙা হাড় জোড়া লাগানোর সার্জারি অপারেশন করা হবে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৯