স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১৫তম ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করে খুলনাকে ১৩০ রানের টার্গেট দিয়েছিল রংপুর। জয়ের পথে খুলনার অধিনায়ক তামিম ইকবাল ৪৭ বলে করেছেন ৬০ রান। অপরাজিত তামিমকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছেন মাহমুদুল হাসান জয়। ৪২ বলে ৩৮ রান তুলেছেন এই তরুণ ব্যাটার।
এর আগে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছিল রংপুর। খুলনার হয়ে একাই চার উইকেট নিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারেননি রংপুরের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন শোয়েব মালিক।
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৯