ডেস্ক নিউজ : বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তির শেষ ছিল না লাইসেন্স গ্রহীতাদের। ভোগান্তি কমাতে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে লাইসেন্স গ্রহীতাকে জানিয়ে দেওয়া হবে। এরপর লাইসেন্স গ্রহীতার ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে লাইসেন্স পৌঁছে দেবে বিআরটিএ। এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। ১৭ জানুয়ারি থেকে এ সেবা প্রদান শুরু করবে বিআরটিএ।
গতকাল রবিবার রাজধানীর বিআরটিএ ভবনে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও ডাক বিভাগের পরিচালক হারুনুর রশিদ সমঝোতা স্বাক্ষর করেছেন। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, স্মার্ট বাংলাদেশ করতে ও দালালদের দৌরাত্ম্য দূর করতে ঘরেই যেন লাইসেন্স পৌঁছে যায় সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছে গেলে বিআরটিএ ওয়েবসাইট থেকে কপি সংগ্রহ করা যাবে। সেটাতে বারকোড থাকবে, ফলে আইনপ্রয়োগকারী সংস্থাও চিহ্নিত করতে পারবে এটার সত্যতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও সেতু সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সহকারী পরিচালক সাইফুন নেওয়াজ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ। বিআরটিএতে এক দিনে পরীক্ষা-বায়োমেট্রিক : ১৭ জানুয়ারি থেকে বিআরটিএ যেকোনো সার্কেলে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা একই দিনে বায়োমেট্রিক দেওয়া যাবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ জানুয়ারি থেকে বিআরটিএ, ঢাকা মেট্রো-১ সার্কেল (পরীক্ষা কেন্দ্র জোয়ার সাহারা), ঢাকা মেট্রো-২ সার্কেল (পরীক্ষা কেন্দ্র-ইকুরিয়া), ঢাকা মেট্রো-৩ সার্কেল (পরীক্ষা কেন্দ্র-দিয়াবাড়ী, উত্তরা) ও ঢাকা জেলা সার্কেলের (পরীক্ষা কেন্দ্র-ইকুরিয়া) ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োামেট্রিক গ্রহণের সুবিধার্থে উল্লিখিত সার্কেলের প্রার্থীদের তাদের লার্নারে উল্লিখিত কাগজপত্রাদিসহ নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। এ বিষয়ে বিআরটিএ রোড সেফটি শাখা পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী দেশ রূপান্তরকে জানান, আগে পরীক্ষার্থীদের বা লাইসেন্সধারীদের বিআরটিএ অফিসে একাধিকবার আসতে হতো। এতে অনেক গ্রাহক হয়রানি শিকার হতেন। গ্রাহক হয়রানি বন্ধ করার জন্যই মূলত নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮