ডেস্ক নিউজ : দেশের বাজারে ফের দাম বাড়লো স্বর্ণের। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা।
এর আগে দেশে ভালোমানের সোনার দাম ভরিতে ৯০ হাজার ৭৪৬ টাকা ছিলো। রবিবার থেকে সারাদেশে কার্যকর হবে। শনিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০