আন্তর্জাতিক ডেস্ক : নিজের লেখা বই ‘স্পেয়ার’-এ পরিবার নিয়ে কিছু কথা গোপন রেখেছেন বলে জানিয়েছেন, ব্রিটিশ যুবরাজ হ্যারি। হ্যারি বলেছেন, ‘পরিবারকে ছাড় দিতেই নিজের স্মৃতিকথায় সব লিখিনি। সব লিখলে বাবা এবং ভাই আমাকে কখনোই ক্ষমা করতে পারতেন না। আমার কাছে আরও একটি বই লেখার মতো পর্যাপ্ত তথ্য-উপাত্ত রয়েছে।’ গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সাংবাদিক ব্রিয়নি গর্ডনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেছেন, তিনি যে বইটি লিখেছিলেন তার আকার ছিল বর্তমান বইটির দ্বিগুণ। কিন্তু তিনি তার বাবা, ভাই ও পরিবারের কথা বিবেচনা করে পাণ্ডুলিপি বদলে সেটিকে অর্ধেকে নামিয়ে আনেন। বিশেষ করে, সব তথ্য প্রকাশ করলে তার সঙ্গে তার বাবা এবং ভাইয়ের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটি বিবেচনায় করেই পুরো বইটি তিনি প্রকাশ করেননি।
হ্যারি আরও বলেন, ‘অনেক ঘটনাই ঘটেছে আমার জীবনে। বিশেষ করে আমার ভাইয়ের সঙ্গে আমার অনেক ঘটনাই রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমার বাবার সঙ্গেও আমার অনেক ঘটনা রয়েছে। আমি স্রেফ চাইনি যে, সেই বিষয়গুলো পৃথিবীর সামনে আসুক। কারণ, আমি মনে করি সেটা হলে, আমার বাবা ও ভাই আমাকে কোনোদিন ক্ষমা করতে পারত না।’
হ্যারির এই বই কোনোভাবে ব্রিটিশ রাজতন্ত্রকে ধ্বংস করার কোনো উদ্যোগে পরিচালিত কিনা এমন এক প্রশ্নের জবাবে হ্যারি বলেন, ‘এটি রাজতন্ত্র ধ্বংসের কোনো কিছু নয় বরং এটি তাদের নিজের কবল থেকে নিজেদের রক্ষার চেষ্টা মাত্র। আমি জানি, অনেক কথা ফাঁস করায় অনেক লোকই আমাকে দোষী বলে সাব্যস্ত করবে।’
হ্যারি বলেন, ব্রিটিশ রাজপরিবার নিয়ে গণমাধ্যমের কাছেও অনেক নোংরা তথ্য আছে।
হ্যারি আরও জানিয়েছেন, তার উদ্দেশ্য ছিল ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক ছিন্ন করানো। তিনি এসব বলেছেন, করেছেন সেই একই উদ্দেশ্যে এবং একই সঙ্গে তার মূল উদ্দেশ্য ছিল তার বাবা এবং ভাইকে নিজের জীবনে ফিরে পাওয়া।
গত মঙ্গলবার থেকে হ্যারির বই ‘স্পেয়ার’ বাজারে এসেছে। বইটিতে উঠে এসেছে রাজপরিবারের ভেতরের অনেক খবর। বইটির বিষয়ে নীরব রয়েছে রাজপরিবার।
‘স্পেয়ার’ বইতে হ্যারি তার বাবাকে মানসিকভাবে পঙ্গু হিসেবে অভিহিত করেছেন। শৈশবে তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন।
হ্যারি আরও বলেন, তিনি জনসমক্ষে রাজপরিবারের ভাবমূর্তি নষ্ট করতে চাননি। তবে রাজপরিবারের সংস্কার ও প্রিন্স উইলিয়ামের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এটি দরকার ছিল।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫