আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মার্কিন ভিসা বাতিল করে দেওয়ার দাবি উঠেছে। মার্কিন আইনপ্রণেতারা এসংক্রান্ত আবেদন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে করেছেন। এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার বলসোনারোর মার্কিন ভিসা বাতিল করতে জো বাইডেনের কাছে অনুরোধ করেছেন ডেমোক্রেটিক আইনপ্রণেতারা। তারা বলেছেন, ব্রাজিলের নবনির্বাচিত সরকারের বিরুদ্ধে দাঙ্গায় জড়িত কাউকে যুক্তরাষ্ট্রের আশ্রয় দেওয়া উচিত নয়।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৬ জন আইনপ্রণেতা ব্রাজিলের রাজধানীতে গত রবিবারের হামলার পরিপ্রেক্ষিতে বলসোনারোর মার্কিন ভিসা বাতিলের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে অনুরোধ করেছে।ব্রাজিলের ওই ঘটনায় মার্কিনভিত্তিক ‘উদ্দীপক’ কেউ এই হামলায় ভূমিকা রাখতে পারে কি না, সেটিও তদন্ত করার জন্য একই দিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে আবেদন জানিয়েছেন সব ডেমোক্র্যাট।
আইনপ্রণেতারা এক বিবৃতিতে বলেছেন, দুই বছর আগে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সরকারি কর্মকর্তারা গণতান্ত্রিক রীতিনীতিকে বিপর্যস্ত করলে, ভুল তথ্য ছড়ালে এবং সহিংস চরমপন্থাকে উসকে দিলে সেটির সরাসরি প্রভাব- তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি উভয়ই কী হতে পারে তা আমরা জানি।
আইনপ্রণেতারা আরো বলেছেন, আমাদের অবশ্যই জাইর বলসোনারো বা অন্য কোনো সাবেক ব্রাজিলীয় নেতাদের যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়, যাতে তারা দায়িত্বে থাকাকালীন যেকোনো অপরাধের বিচার থেকে দূরে থাকতে পারে।
বলসোনারোর যুক্তরাষ্ট্র সফর বৈধ কি না, তা মূল্যায়ন করতে বাইডেন প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা। প্রেসিডেন্ট পদে না থাকা সত্ত্বেও সরকারি ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে গেছেন তিনি।
সূত্র : এএফপি, আলজাজিরা, সিএনএন
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪৩