বিনোদন ডেস্ক : সবেই স্বামীর সঙ্গে দুবাইয়ে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। তবে দুবাইয়ে ভ্রমণের সময় বিদ্যা সেখানকার ভালো লাগার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আর সে ছবি নিয়েই শোরগোল নেটপাড়ায়। বিদ্যার ফেসবুক পেজে পোস্ট করা সে ছবিতে অনেক ভক্তই কমেন্ট করেছেন, অনেকে করেছেন প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী, জানিয়েছেন গোপন কথাও।
অভিনেত্রীর ফেসবুকে নিয়মিতই বিভিন্ন সুন্দর লোকেশনে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করা হয়। সেই ছবি দেখেই এক ভক্ত প্রশ্ন করেন মিমকে: ‘আপনি কি এক পোশাক বারবার ব্যবহার করেন?’ ভক্তের এমন প্রশ্নের উত্তর দেন তিনি। মিম বলেন, ‘হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেকবার ব্যবহার করি। কারণ, আমার সব পোশাকই খুব পছন্দের।’
একটি ছবি পোস্ট করে আবার নিজের সৌন্দর্যের রহস্যও ফাঁস করেছেন মিম। লিখেছেন, ‘প্রতিদিন নিজেকে একটু একটু পরিবর্তন করলে দিনটি আপনার সেরা হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ।’
বর্তমানে মিম ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সাফল্য তাকে ভাসিয়েছে সুখের সাগরে। নতুন বছর শুরু করতে যাচ্ছেন টালিপাড়ার জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে নতুন সিনেমা ‘মানুষ’-এর শুটিং দিয়ে। তাই ব্যক্তিজীবন আর পেশাজীবন দুদিকেই জীবনের সেরা সময় পার করছেন এই লাস্যময়ী অভিনেত্রী।
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০৮