স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিআরটিসি বাসের চাপায় সাংবাদিক মিজানুর রহমান গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে মিজান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা হয়ে পৌরশহরের মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পৌছলে বিপরীতদিক থেকে আসা বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে পড়ে এবং মিজানের বামপায়ের দুই স্থান ভেঙ্গে যাওয়াসহ মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরের দিকে মিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমান মিজানের অবস্থা আশঙ্কাজনক। এ দিকে দূর্ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা বাসের চালক তরিকুল ইসলামকে আটকের পর পুলিশে সোপর্দ করে।
পারিবারিকভাবে জানাগেছে , মনিরামপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মাহদেবপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে সহকরি শিক্ষক পদে চাকুরি করেন। পৌর এলাকার গাংড়া গ্রামের নিজ বাড়ি থেকে তিনি শুক্রবার সকালে মোটরসাইকেল যোগে রওনা হন সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষনে অংশ নেওয়ার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে নয়টার দিকে মিজান বালিকা বিদ্যালয়ের সামনে পৌছলে বিপরীত থেকে আসা বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে পড়ে এবং মিজানের বামপায়ের দুই স্থান ভেঙ্গেযাওয়াসহ মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন।
এ সময় স্থানীয়রা বাসের চালক তরিকুল ইসলামকে আটকের পর পুলিশে সোপর্দ করে। পুলিশ বাসটি জব্দ করেছে। মিজানের ভাই হাফিজুর রহমান জানান, মিজানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেলে মিজানের সিটি স্ক্যান করা হয়েছে। তবে তার অবস্থা এখনও আশঙ্কাজনক। বাসের চালককে আটকের সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ দূর্ঘটনার ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।
কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৯