স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর পর কেটে গেছে ১১ বছর। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের শক্ত কোনো অবস্থান তৈরি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের এমন অগোছাল আয়োজন নিয়ে বুধবার বিসিবিকে ধুয়ে দিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলের সমালোচনা করে সাকিব যা বলেছেন, সেটিকে ‘স্পট অন’ মনে করেন মাশরাফি বিন মুর্তজা।
আগামীকাল বিপিএলের এ মৌসুমের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট। এ ম্যাচের আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি। সেখানেই উঠে এসেছে গতকাল বিপিএলের সমালোচনা করে করা সাকিবের মন্তব্যের প্রসঙ্গ।
মাশরাফি বললেন, এটি হযবরল, ‘পরিবেশ দেখলে আপনার তা–ই মনে হবে। কারণ, এক মাঠে ছয়-সাত দল অনুশীলন করছে। রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে, এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। আমাদের ওই নির্দিষ্ট দলের সুযোগ-সুবিধা, ওই যে বললাম না, আয়োজনটা সঠিক পন্থায় করতে হবে। তখন হয়তোবা এটা হবে। খালি চোখে যে কেউ এসে দেখে যে একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হযবরল ব্যাপার, এটা বলতে পারে।’ ‘
তিনি আরও বলেন, দিন শেষে খেলার মাঠে খেলার মতোই খেলা হয়। একটা টুর্নামেন্টের সৌন্দর্য আছে। শুরুর দিকে একটা হাইপ তোলার ব্যাপার আছে। এ জিনিসটা হয় তো আমরা শুরু থেকেই পারিনি, এটা সত্য।’
বিপিএলে নানা অসংগতি, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর থেকে সুশৃঙ্খল—সাকিবের এমন মন্তব্য নিয়ে মাশরাফি বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে। আমরা ক্যারিয়ারের একদম ছোট থেকেই দেখে এসেছি, ঢাকা লিগকে খেলোয়াড়েরা অনেক গুরুত্ব দেয়। বিপিএল তো একটা সংস্থার, সাজানোর ব্যাপার থেকে। পঞ্জিকাবর্ষ ঠিক করা খুব গুরুত্বপূর্ণ। বিপিএল ক্যালেন্ডারে কখন শুরু হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এর ভেতরে খেলোয়াড় আসা-যাওয়া, পঞ্জিকাবর্ষ ঠিক করলে হয় কী, বিভিন্ন দেশের খেলোয়াড়েরা জানে কোথায় পাওনা বেশি থাকে এবং তাদের জন্য সুবিধাজনক হবে। এখন পিএসএল, আরব আমিরাত লিগ, দক্ষিণ আফ্রিকান লিগের সঙ্গে একই সময়ে বিপিএল হচ্ছে, এটা একটা ঝামেলা।’
কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫৯