তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য ২০২২-২৩ অর্থ বছরে জেলা প্রশাসক কার্যালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র কম্বল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে নজিপুর পুরাতন বাজার পত্নীতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার ৩০জন শীতার্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, অবঃ শিক্ষক তসলিম উদ্দীন মিঞা, প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, সাংবাদিক মিজানুর রহমান, আকমাল হোসেন প্রমূখ।
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮