বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২২’ পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। ২ জানুয়ারি সোমবার তিনি এ পদক গ্রহন করবেন। এটি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত সমাজসেবায় সর্বোচ্চ পদক।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা চিঠিতে জানা যায়, ‘প্রতিবন্ধী ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, ইনক্লুসিভ শিক্ষা বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষায়’ উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল-মামুন সরকারকে এ পদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ২ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
আল-মামুন সরকার জানান, এ পদক পাচ্ছেন বলে তিনি বেশ খুশি। এ জন্য তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ইতিমধ্যেই পদক নেওয়ার জন্য তাঁকে চিঠি দেওয়া হয়েছে। পদক প্রাপ্তিতে কুইক নিউজে প্রকাশিত সংবাদও ভুমিকা রাখে বলে তিনি জানান।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০১