রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

নবনির্বাচিত ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মহানগর বিএনপির আহবায়কের শুভেচ্ছা 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সাথে মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাদ আসর শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময় সভায় ওয়ার্ড নেতৃবৃন্দ বলেন, আহবায়কের আমন্ত্রণে আমাদের আজকের এই উপস্থিতি আমাদেরকে আনন্দিত ও গর্বিত করেছে। বিশেষ করে, আমরা যারা তৃণমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি।

বক্তারা আরো বলেন, আমরা জানি আব্দুল কাইয়ুম জালালী পংকী বিএনপি নেতাকর্মীদের দুঃসময়ের বন্ধু। আমাদের ভরসার অন্যতম বড় আশ্রয়স্হল। তাই আমরা উদ্বার্থভাবে আহবান জানাই, সিলেট বিএনপিকে সুসংগঠিত করতে তিনি যে ত্যাগ ও নিরলস শ্রম, রাজপথের রাজনীতিকে জাগ্রত করতে তার যে ভুমিকা তা অভূতপূর্ব। সিলেটে এমন নেতা খুব কমই আছেন যারা ওয়ান-ইলেভেনের সময় আত্মগোপনে না গিয়ে দলের নেতাকর্মীকে উজ্জীবিত করেছেন, সাহস জুগিয়েছেন। তিনিই একমাত্র নেতা যিনি রক্তচক্ষু উপেক্ষা করে নিজের বাসাকে দলীয় কার্যালয় হিসেবে অঘোষিতভাবে ঘোষণা দিয়েছেন। তাই এমন নেতাকে যথাযথ মূল্যায়ন করতে আগামীতে সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে তাকে সভাপতি হিসেবে দেখতে চাই। আমরা মনে করি, সিলেট মহানগরকে যথাযথভাবে সুসংগঠিত করতে আব্দুল কাইয়ুম জালালী পংকীর বিকল্প নেই।

নবনির্বাচিত ওয়ার্ড নেতৃবৃন্দের জোরালো সমর্থনের উত্তর দিতে গিয়ে পংকী বলেন, আমার মনে মহানগর বিএনপির সভাপতি প্রার্থী হওয়ার একটি সুপ্ত বাসনা ছিল। কিন্তু সহজভাবে কখনো তা প্রকাশ করতে পারিনি। কিন্তু আজকে আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত হয়ে পড়েছি। আমি আপনাদের সমর্থনকে অবজ্ঞা করতে পারিনা। আমি যদি কাউন্সিলে নির্বাচিত নাও হই, আমার মনে কোনো দুঃখ থাকবে না। আমি মনে করি, জীবনের এই মুহূর্তে এসে আপনাদের এমন ভালোবাসাই আমার রাজনীতিতে অন্যতম প্রাপ্তি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিঠু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিম, ১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক জাহাঙ্গীর খান, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ মনজুরুল হাসান, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম খায়ের, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আক্তার রশীদ চৌধুরী।

৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাহেদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মুরাদ, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালিক শাকু, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান।

২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক এ.বি মজুমদার রনি, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন হোসেন সাবু, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল আলম, ১১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাসেল, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাবেল,১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit