ডেস্ক নিউজ : চাঁদপুর জেলায় অনেক দর্শনীয় জায়গা রয়েছে। এর মধ্যে শহরের বড় স্টেশন মোলহেড অন্যতম। এছাড়া বর্তমানে নদীর পানি কমে যাওয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা বিভিন্ন চরে ভ্রমণকারীদেরও আগমন বাড়ছে। এই মোলহেডকে ঘিরে রয়েছে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন।
মোলহেডের পশ্চিমে রয়েছে বিশাল পদ্মা-মেঘনা নদীর অববাহিকা। চাঁদপুরের সুস্বাদু রূপালী ইলিশকে দেখানোর জন্য এখানে নির্মাণ করা হয়েছে নান্দনিক ‘ইলিশ সেলফি স্ট্যান্ড’। তাইতো ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের বেশিরভাগকে প্রতীকী রূপালী ইলিশ আকৃষ্ট করে।
চলতি শীত মৌসুমে প্রতিদিন শত শত মানুষ তিন নদীর মিলনস্থলের বিশাল জলরাশি দেখতে বড় স্টেশন মোলহেডে ভিড় করছে। গড়ে উঠেছে ভ্রাম্যমাণ বিভিন্ন খাবারের দোকান ও শিশুদের বিনোদনের জন্য নানা খেলনার দোকান। আকর্ষণীয় হচ্ছে মেঘনা নদীর পশ্চিমে বেশ কয়েকটি জেগে ওঠা চর রয়েছে। ভ্রমণপিপাসুরা ট্রলারযোগে ওই সব চরে যান।
স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদাররা টর্চারসেল গঠন করে মুক্তিযোদ্ধা জোয়ানদের ও নারীদের তুলে এনে তাদের ওপর যে বর্বরতা চালাত তাদের স্মরণে এবং নতুন প্রজন্মকে পাকিস্তানি দানবদের নির্মমতা জানান দিতে মোলহেডে তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ ‘রক্তধারা’; যা পর্যটকদের আকৃষ্ট করছে।
কুমিল্লার বড়ুরা থেকে এখানে ঘুরতে আসা মোসলেহ উদ্দিন জানান, কয়েকজন বন্ধু মিলে এখানে ঘুরতে এসেছেন। সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছে। ইলিশের সেলফি স্ট্যান্ড ও রক্তধারার সামনে ছবি তুলেছেন সবাই।
পর্যটন কেন্দ্র হিসেবে রূপ দিতে রেলওয়ে এখানে নানা উন্নয়নমূলক কাজ করবে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করেছে রেলওয়ে। মেসার্স জিহাদ এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান এখানে এসব উন্নয়ন কাজ করবে বলে জানা গেছে; কিন্তু কবেনাগাদ কাজ শুরু করবে তা স্থানীয় রেলওয়ের কেউ কিছু বলতে পারছেন না।
চাঁদপুরে ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদ বলেন ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে আমাদের জেলা ব্র্যান্ডিং হয়েছে। যার কারণে ইলিশকে ঘিরেই আমাদের সব। বড় স্টেশন মোলহেডকে আরও আকর্ষণীয় ও সুন্দর করা দরকার।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি রোটারিয়ান আবদুল বারি জমাদার মানিক বলেন, প্রশাসনের পক্ষ থেকে মোলহেডে যে ইলিশের প্রতীকী তৈরি করা হয়েছে, তা এখন দর্শনার্থীদের আকর্ষিত করছে। মেঘনা নদীতে অসংখ্য জেগে ওঠা চরকে দৃষ্টিনন্দন করে গড়ে তুললে চাঁদপুরে দেশের নানা স্থান থেকে আসা ভ্রমণপিপাসুদের একদিকে যেমন আকৃষ্ট করবে, তেমনি অর্থনৈতিকভাবে এখানকার বিভিন্ন শ্রেণির প্রাচুর্যও বাড়বে।
কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫