স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতারে চলমান বিশ্বকাপেও তাদের হট ফেভারিট হিসেবেই বিবেচনা করা হতো; কিন্তু সেমিফাইনালের আগেই বিদায় নেয় নেইমারদের ব্রাজিল।
দল থেকে বিদায়ের পর পরই ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানিয়েছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানায়, শুক্রবার ভোরে বারা বিচে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময় এক ছিনতাইকারী এসে তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ব্রাজিলের সাবেক কোচ তিতের অভিযোগ, রিওতে তিনি ছিনতাইয়ের শিকার হন। স্থানীয় সংবাদমাধ্যম লান্সকে পুলিশের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নথি নেই; আমরা কোনো অভিযোগও পাইনি। তাই এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। ২০১৬ সালের জুনে কার্লোস দুঙ্গার উত্তরসূরি হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন তিতে।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮