শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ গ্রেপ্তার হওয়া সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে নেত্রকোনায় বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবারার সকালে জেলা শহরের শ্ াসুলতান সড়কের সার্কিট হাউজের সামনে থেকে নেত্রকোনা জেলা বিএনপি নেতাকর্মীরা এই গণ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুরপাড় পুলিশ লাইন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বেশ করে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিরালী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, সদস্য ফরিদ আহম্মেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহ-সভাপতি শরীফুজ্জামান ফকির, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০