মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা শহরের গুলশান মোড় সিমেন্ট ফ্যাক্টরি এলাকার এক নম্বর গেটে মোটরসাইকেল এবং গরু বোঝায় ভটভটির মুখোমুখি সংঘর্ষে আলিফ (১৮) নামের একজন কলেজ ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ জেলা শহরের শান্তিনগর এলাকার আলামিনের ছেলে এবং আক্কেলপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানান, বন্ধুর মোটরসাইকেল চালাতে নিয়ে গুলশান মোড় হয়ে সিমেন্ট ফ্যাক্টরির এক নাম্বার গেটে পৌঁছার মাত্র বিপরীত দিক থেকে আশা গরু কোথায় ভটভটির সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁর মাথা ফেটে গিয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই নিহত হোন তিনি। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল থেকে মরদহ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার জানান , ‘নিহতের লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার বিকেল তিনটা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমানও রয়েছে।’