মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চরদিয়াড় বিসিকে মাধ্যমিক বিদ্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা কাওসার আলী বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মহসিন আলী, সহ-সভাপতি সাংবাদিক সাইদুল আনাম।
এ সময় সর্বসম্মতি ক্রমে সভাপতি শহিদুল ইসলাম লিটন, সহ-সভাপতি সাইদুল ইসলাম, ফজলে রাব্বি শ্যামল, সাধারন সম্পাদক মামুন অর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রাজন, সহ- সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক রতন আলী, দপ্তর সম্পাদক আরিফুজ্জামান ও বাবুল হোসেনকে প্রচার সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট হোগলবাড়ীয়া ইউনিয়নের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন করা হয়।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮