রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ২৪ বছর যাবত অবহেলিত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। সোমবার (১৯ ডিসেম্বর) দুপরে কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপা গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ সড়ক ও সংস্কার দাবি সম্বলিত ব্যানার নিয়ে কুড়িগ্রাম সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন। মানববন্ধনের কুড়িগ্রাম জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, ইউপি সদস্য ওয়াসিম আলী এবং মোঃ ইউনুছ আলী। বক্তারা বলেন- ১৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক ২৪ বছর যাবত অবহেলিত। একাধিকবার অভিযোগ দিয়েও কেন সড়ক সংস্কার হয় না তা আমাদের বোধগম্য নয়। তাই অবিলম্বে ভেলাকোপা হানাগড়ের মাথা থেকে নওয়াবশ গ্রামের সংযোগ সড়কটি সংস্কার এবং বিধ্বস্ত সেতুটি মেরামতের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪