বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া গ্রামে মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে মো. জুবায়ের হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক খামারটিতে শ্রমিকের কাজ করতো। নিহত জুবায়ের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা গ্রামের আবদুল জলিলের ছেলে। দক্ষিণ তারুয়া গ্রামের শ্বশুর বাড়িতে থেকে কাজ করতে জোবায়ের।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে হঠাৎ করে বায়োগ্যাসের ট্যাঙ্কি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ি-ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন সেখানে ছুটে আসে। তারা আহত অবস্থায় শ্রমিক জোবায়েরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান জোবায়ের। পরে স্বজনরা লাশ জোবায়েরের নিজ গ্রামে নিয়ে যান।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাঙ্কি বিস্ফোরণে একজন মৃত্যুর খবর পাওয়ার পর জানা যায় স্বজনরা তার লাশ নিয়ে গেছেন। নিহত জোবায়েরের স্থায়ী ঠিকানার থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের পক্ষে মামলা দিতে বলা হবে।
কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০