খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে বাংলাদেশ নামে একটি ভূ-খন্ড। ৭১ এর সেই বিজয় মনে প্রাণে ধারণ করে ২০২২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে মেতে উঠেছে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। এই উপলক্ষে আংগারিয়া ইউনিয়নের চরপাতাং, নতুন হাট, পাকারমাথা, তুলাতলা বাজার, দরিচর দাদপুরসহ প্রায় ১০টি স্থানে ৭১রে শহিদদের স্মরণে আলোচনা সভা, মিলাদ, দোয়া বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আংগারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার ফকির বলেন, দায়িত্ববোধ থেকেই তিনি ইউনিয়নের প্রায় ১০টি স্থানে বিজয় দিবসে অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতে দেশ ও স্বাধীনতার প্রতি যেমন সম্মান প্রদর্শণ করা হয়েছে তেমন নেতা-কর্মীদেরও একটি মিলন মেলা হয়েছে। প্রতিটি স্থানে সাউন্ড সেস্টেমের মাধ্যমে দেশাত্ববোধক সংগীত ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়েছে। নতুন প্রজন্ম এতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জ্ঞাণ লাভ করতে পারবে। বিজয় দিবসের আদলে স্বাধীনতা দিবস, শহীদ দিবস ও শোক দিবস পালন করা হবে।
কিউটিভি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০