স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। ২০ ওভারের মধ্যে অধিনায়ক রাহুল, ওপেনার শুবমান গিল ও বিরাট কোহলিকে হারায় তারা। এরপর ব্যাট ঘুরিয়ে দ্রুত রান তুলে নেন ঋষভ পন্থ। ভয়ংকর হয়ে ওঠা এই ব্যাটারও আউট হয়ে গেলে বিপদসংকেত আরো বাড়ে।
তবে সব সংকেত কাটিয়ে চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ফিফটি করার পর দুজনই এগিয়ে নিচ্ছেন ইনিংস। এই রিপোর্ট লেখা পর্যন্ত পূজারা ১৭৪ বলে ৭৪ রান এবং শ্রেয়াস ১২৯ বলে ৬৬ রানে মাঠে আছেন।
ওপেনিং জুটি ভাঙে ৪১ রানে। সেই জুটিতে আঘাত হানেন তাইজুল। নিজের চতুর্থ ওভার মেডেন দিয়ে তুলে নেন শুবমান গিলের উইকেট। তাইজুলের করা ফুলার লেন্থের বলটা প্যাডলড সুইপ করেন শুবমান। তবে ব্যাটেবলে হয়নি, প্রথম স্লিপ থেকে ইয়াসির আলী দৌড়ে গিয়ে তালুবন্দি করেন বল।
অপর ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরে ফেরান খালেদ। ৫৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক। সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ফেরান তাইজুল। পাঁচ বলে এক রান করেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন বিরাট।
দলের বিপদে তখন জ্বলে ওঠে ঋষভ পন্থের ব্যাট। ৪৫ বলে ৪৬ রান তুলে নেন এই উইকেটকিপার ব্যাটার। তাকে সাজঘরে ফেরান মিরাজ। নিজের পঞ্চম ওভারে এসে তাকে বোল্ড করেন মিরাজ।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেমেছে টাইগাররা।
ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি। এর আগে শততম টেস্ট ক্রিকেটার ছিলেন নাঈম শেখ।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০