বিনোদন ডেস্ক : সোমবার (১২ ডিসেম্বর) চিরঞ্জীবী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘শ্রী হনুমানজির আশীর্বাদে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে উপাসনা ও রাম চরণ তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে।’
বাবার সেই টুইটারের পোস্টটি শেয়ার করেন রাম চরণ। তার সঙ্গে করজোড় ও লাল হার্ট ইমোজি শেয়ার করেন। চলতি বছরের জুন মাসে উপাসনাকে নিয়ে রাম চরণ পাড়ি দেন অজানা গন্তব্যে তাদের দশম বিবাহ বার্ষিকী উদ্যাপন করতে। বিমানবন্দর থেকে তাদের একসঙ্গে একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩