ডেস্কনিউজঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রুটিমুক্ত ইভিএম মেশিনে। এই নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। ভোটের মাঠ থাকবে সমতল। সব প্রার্থীই পাবেন সমান সুযোগ সুবিধা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেড়শ’ আসনে নতুন ইভিএম মেশিন কেনার বিষয়টি সরকারের সদিচ্ছার ব্যাপার বলে তিনি মনে করেন।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে নগর নির্বাচনে প্রতিদ্বন্দি ৯ মেয়রসহ ২শ’ ৫৫ জন প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে গনমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে সিইসি এ কথা বলেন।
বিএনপি আস্থাহীনতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও অন্যদলগুলো অংশ নিচ্ছে প্রতিদ্বন্দিতাও করছে। মোটা দাগের আস্থার যায়গা তৈরি করতে রাজনৈতিক দলগুলোকে সমঝতায় আসতে হবে বলেও মনে করেন তিনি।
সিইসি বলেন, প্রিজাইডিং অফিসাররা কোন পক্ষ পাতিত্ব করলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেননা নির্বাচন ভালো মন্দ প্রিজাইডিং এর উপর নির্ভর করে, তারা তাদের সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করে, নির্বাচন বন্ধ করা লাগলে বন্ধ করবে। এটি করতে পারলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।
রংপুর সিটি নির্বাচনে ভোটাধিকার নিশ্চিতসহ সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরেপেক্ষ নির্বাচন করতে চায় কমিশন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, নির্বাচন সচিব জাহাঙ্গীর আলম, রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবেরুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম সাহাতাবসহ প্রশাসন এবং আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ।
নির্বাচনের মেয়র পদে ৯ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন, সাধারণ কাউন্সিলর আসনের ১শ’ ৭৯ জনসহ মোট ২শ’ ৫৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন হবে। রংপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩শ’ ২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১শ’ ৬৭ জন। ২শ’ ২৯টি কেন্দ্রে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কিউএনবি/বিপুল/১২.১২.২০২২/ রাত ১০.৫৩