আন্তর্জাতিক ডেস্ক : বুলগেরিয়ার আঞ্চলিক পুলিশ অফিসের বরাত দিয়ে সোমবার (১২ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আটকের পর ক্লান্তির কারণে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে ১৪ জন পুরুষ নিজেদের আফগান বংশোদ্ভূত বলে জানিয়েছে, তবে তাদের কাছে কোনো নথিপত্র ছিল না। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে সুস্থ না হওয়া পর্যন্ত তিনজনকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হবে।
এ ছাড়া দুইজন রোমানিয়ান নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন বাস চালক ছিলেন। প্রসিকিউটররা তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশের জন্য মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে অনেক অভিবাসী ট্রানজিট রুট হিসেবে বুলগেরিয়া ব্যবহার করে থাকে।
অভিবাসীদের বেশিরভাগই ইইউর দরিদ্রতম রাষ্ট্র বুলগেরিয়ায় থাকতে চায় না। এজন্য তারা চোরাকারবারিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। সম্প্রতি বুলগেরিয়া ক্রমবর্ধমান অভিবাসী অনুপ্রবেশ মোকাবিলা করতে এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত যথাযথভাবে পাহারা দিতে নিজেদের সক্ষমতা প্রমাণ করার জন্য তুরস্কের সঙ্গে নিজেদের দক্ষিণ সীমান্তের পাশাপাশি সারা দেশে তল্লাশি অভিযান বাড়িয়েছে।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪