আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আট বছরের গৃহযুদ্ধে কমপক্ষে ১১ হাজার শিশু নিহত কিংবা পঙ্গুত্ববরণ করেছে। সোমবার জাতিসসংঘ এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ইউনিসেফ আরও বলেছে, হাজারো শিশু নিহত হয়েছে, লাখো শিশু প্রতিকারযোগ্য এই দুর্যোগে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
জাতিসংঘের সংস্থাটি বলেছে, ২২ লাখ ইয়েমেনি শিশু সম্পূর্ণ পুষ্টিহীনতায় ভুগছে। এর মধ্যে চার ভাগের এক ভাগের বয়স পাঁচ বছরের নিচে। এসব শিশুদের অধিকাংশ কলেরার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ২০১৪ সালে ইয়েমেন যুদ্ধ ছড়িয়ে পড়ে। ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির সরকারের সমর্থনে হামলা শুরু করে। যুদ্ধে লাখো মানুষ নিহত হয়েছে। সূত্র: ডেইলি সাবাহ
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪