ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা বাড়িয়েছে ইইউ-ভুক্ত দেশ ফ্রান্স।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ফ্রান্সের ইউরেনিয়াম আমদানি তিন গুণ বেড়েছে বলে জানিয়েছে ফরাসি সাময়িকী ‘কানায অনশানে’।
ফ্রান্সের ৫৬টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে। এর মধ্যে ২৪টি রিঅ্যাক্টরের সংস্কারের কাজ চলছে। জ্বালানি সংকট ঠেকাতে ফ্রান্স এই পরিমাণ ইউরেনিয়াম কিনেছে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, রাশিয়ার ইউরেনিয়াম দামে তুলনামূলক সস্তা। এ কারণেই সেখান থেকে ইউরেনিয়াম কিনেছে দেশটি।
ফ্রান্সের জ্বালানিমন্ত্রীর বক্তব্য ও আচরণ থেকেও এ বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি রাশিয়া থেকে কেনা ইউরেনিয়ামের ধরণ ও প্রকৃতির বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি। সূত্র: কিবরিস পোস্টাসি
কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯