ডেস্কনিউজঃ বিশ্বকাপজুড়ে একের পর এক চমক উপহার দেওয়া মরক্কো শেষ আটেও সেই ধারা অব্যাহত রেখেছে।
আজ শনিবার পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের প্রথমার্ধে তারা এগিয়ে গেছে।
দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৪০তম মিনিটে পর্তুগাল গোলকিপারের ভুলে গোল করেন ইউসুফ নেসারি। প্রথমার্ধ শেষে পর্তুগাল ১-০ গোলে এগিয়ে আছে।
কিউএনবি/বিপুল/১০.১২.২০২২/ রাতে ১০.১৪