মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে নিউ ঝিনুক আবাসিক হোটেলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল (৯ ডিসেম্বর) শুক্রবার রাত ৯টায় নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছারের নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় হোটেলের লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় এবং হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জানা যায় মাধবদী শহরের কয়েকটি আবাসিক হোটেলের নামে বহুদিন যাবত চলে আসছিল যৌন কর্মকান্ড।
মাধবদী একটি বানিজ্যিক এলাকা। ব্যবসার খাতিরে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষজন আসে। তাদের জন্য চিন্তা করে সরকার হোটেলের অনুমতি দিলেও প্রকৃত পক্ষে হোটেল গুলোতে চলে অবাধে দেহ ব্যবসা। ফলে প্রকৃত ব্যবসায়ী অথবা দূরের কোনো ব্যক্তি হোটেল গুলোতে অবস্থান করাটাও নিরাপদ নয়। বিভিন্ন সময় প্রশাসনের লোকজন এসে অভিযান পরিচালনা করে হাতেনাতে অসামাজিক কর্যকলাপের প্রমাণ পাওয়ার পরও হোটেলগুলো পরিচালনা করে আসছে। কয়েকবার হোটেলগুলোকে নানা অভিযোগের ভিত্তিতে বন্ধ করা হলেও কেনো এক অদৃশ্য শক্তি বলে আবারো হোটেলগুলো খুলে দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫