শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটির সহ-সভাপতি, ফটো সাংবাদিক নাঈম কোরেশী পলাশ স্মরনে এক শোক সভা ৮ নভেম্বর বৃহস্পতিবার রাত টায় সিলেট নগরীর পুরানলেনস্থ ৫৩নং সমবায় ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান আলোচকের বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, মানুষ মানুষের জন্য সম্পদের জন্য নয়।
ফটো সাংবাদিক নাঈম কোরেশী পলাশ অকালে মারা গেছেন। পলাশ অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। তার চিত্র ধারণের মাধ্যমে সমাজ উপকৃত হয়েছে। মানুষকে যারা ভালো বাসে আল্লাহ তাদের ভালো বাসেন। পলাশের আর্দশ ধারণ করে সমাজের সঙ্গে সুসম্পক গড়ে তুলে সুন্দর সমাজ গড়তে হবে। প্রধান আলোচক বলেন, সাংবাদিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। ফটো সাংবাদিকদের চিত্র ধারণের মাধ্যমে সমাজ আসল রূপরেখা পায়। তিনি ফটো সাংবাদিক পলাশের রুহের মাগফেরাত কামনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেন এর সঞ্চালনায় শোক সভায় বিশেষ আলোচকের বক্তব্যে সিলেট সরকারী তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মুহিবুল্লাহ বলেন, যেখানে সুন্দর সমাজ সভ্যতা গড়ে উঠে সেখানে ফটো সাংবাদিকদের ভুমিকা থাকে।
শোক সভায় বিশেষ আলোচক বিশিষ্ট ফটো সাংবাদিক আতাউর রহমান আতা বলেন, ফটো সাংবাদিক পলাশ তার কর্মের মাধ্যমে সিলেট বাসীর কাছে চির অমর হয়ে থাকবেন। শোক সভায় সংগঠনের উপদেষ্টা এ্যডভোকেট মামুনুর রশীদ বলেন, ফটো সাংবাদিক পলাশের গুনাগুন এবং তার আর্দশ মূল্যায়নের মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে দিতে হবে। শোক সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটির যুগ্ম-সম্পাদক এম.শাহারুল ইসলাম মন্ডল,অর্থ-সম্পাদক কবি কামাল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাজ উদ্দিন, দফতর-সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দফতর সম্পাদক সেলিম আহমদ, মো: গোলজার হোসেন নেছার প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত শোক সভায় দোয়া পরিচালনা করেন কবি কামাল আহমদ। শেষে সকলের মধ্যে শিরনি বিতরন করা হয়। উল্লেখ্য নাঈম কোরেশী পলাশ সিলেট সদরের শাহপরান নিপোবন এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি গত ২ নভেম্বর ৫২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/সন্ধ্যা ৬.৩১