মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : “আপনার অধিকার আপনার দায়ীত্ব” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
এর পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিবসের সুচনা করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য তোফাজ্জল হোসেনসহ অনেকে।
কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮