ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিবর্ষণ, হামলা, কেন্দ্রীয় নেতাদের গণগ্রেফতার, পুলিশের গুলিতে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসনকে নিহতের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করলে প্রধান ফটকের সামনে এলে পুলিশ বাধা দেয়।
সেখানে মহানগর বিএনপির সদস্য সিনিয়র সদস্য সুলতান আলী বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, মহানগর বিএনপির সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, সৈয়দ সামসুজ্জামান, নিখিলেন্দু গুহ রায়, রফিকুল আজাদ, রেজাউল করিম রাজু, শাহীনুর ইসলাম, মহানগর যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জাসাসের আহ্বায়ক আমিনুল ইসলাম হারুন, সদস্য সচিব রাশেদ রানা রাসু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরীসহ অন্যরা।
কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২