মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

কোভিড: বিশ্বে আরও ১,১৮৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৮২ হাজার ৩৪৭ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ৫১ হাজার ৭৬৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৪০ জনে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে আর সংক্রমণে শীর্ষে রয়েছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল, জাপান, ব্রাজিল, ফ্রান্স, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, ফিলিপাইন, তাইওয়ান, হংকংয়ের মতো দেশগুলো।

জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২১১ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার ৭৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫০ হাজার ৮১৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ২৫৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৬৮৩ জন শনাক্ত এবং ১১ লাখ ৮ হাজার ৬২৮ জন মারা গেছেন।

একদিনে ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ৯৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৪৫৫ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬ হাজার ৯৩৫ জন এবং মারা গেছেন ৫৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৭৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ৪০০ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৬ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ২৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৮৪ লাখ ১২ হাজার ২০০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৪৮ জনের।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৩৫৯ জন এবং মারা গেছেন ১৭০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫৫ লাখ ২৯ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯০ হাজার ৬৩৫ জন।

হাঙ্গেরিতে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৫০ জন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ৭৪ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ৫৪ জন, ইন্দোনেশিয়ায় সংক্রমিত ৩ হাজার ৩৫১ জন এবং মারা গেছেন ৪১ জন, চিলিতে সংক্রমিত ৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৮ জন।

কিউএনবি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit