বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতে অবস্থিত জাপান দূতাবাসের কাউন্সিলর ও বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের দুই কর্মকর্তা বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় তারা যাত্রী পারাপার বিষয়ে খোঁজ নেন ও শুল্ক স্টেশন ঘুরে দেখেন।
বেলা পৌণে তিনটায় ভারতে অবস্থিত জাপান দূতাবাসের কাউন্সিলর ওরিটা কেন্টারো, ঢাকাস্থ জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কায়াসিমা ওয়াতারু, ইকোনোমিক স্পেশালিস্ট আহবাবুকল ইউসুফ খান বন্দরে আসেন। এ সময় আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম, আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
ভারতে নিযুক্ত জাপানের কাউন্সিলর বেলা পৌণে চারটার দিকে ভারতে চলে যান। ঢাকাস্থ জাপান দূতাবাসের দুই কর্মকর্তা সড়ক পথে কুমিল্লা হয়ে ঢাকা যান।
কিউএনবি/অনিমা/০৭.১২.২০২২/রাত ১০.৩১