মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার আক্কেলপুর সড়কের পাকার মাথা মোড়ে ট্রাক ও ব্যাটারী চালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষে হামিদুল ইসলাম (৪৫) নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছে। এসময় তার সন্তান ভ্যানচালক আহত হন। রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘাতক ট্রাক আটক হলেও ট্রাক চালক পালিয়ে যায়। নিহত হামিদুল জয়পুরহাটের কালাই উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও আহাম্মদাবাদ ইউপি’র গ্রাম পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, রবিবার দুপুরের দিকে নিহত হামিদুল তার নিজ সন্তানের ব্যাটারী চালিত ভ্যানযোগে বটতলী বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক সড়কের পাকারমাথা মোড়ে আসলে আক্কেলপুর থেকে জয়পুরহাটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই ব্যাটারী চালিত ভ্যানের আরহী গ্রাম পুলিশ হামিদুল ইসলাম নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪