ডেস্কনিউজঃ রাজধানীর বনানীতে নর্থ সিটি নামে একটি আবাসিক হোটেল জঙ্গি সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এই হোটেলটি ঘিরে রাখা হয়। বনানী থানার ওসি নূরে আজম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, ‘জঙ্গি সন্দেহে নর্থ সিটি নামে হোটেলটি ঘিরে রাখা হয়েছে। সেখানে জঙ্গি সদস্য রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।’
ওসি নূরে আজম আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে এখানে নাশকতার উদ্দেশ্যে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই আজ একটি টিম অভিযানে নামে।’
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
কিউএনবি/বিপুল/০৩.১২.২০২২/ রাত ১১.৩৩