পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যার দিকে গৃহবধূ আনোয়ারা পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কিউএনবি/অনিমা/০১.১২.২০২২/সকাল ১০.২৭