বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী মোগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল হাসেম নোয়াব মিয়া। তিনি ১৯৮৯ সাল থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দুইবার নির্বাচিত সদস্য হয়েছিলেন, এরপর থেকে আটবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধি, ইউনিয়নের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ দের সাথে নিয়ে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ ঘোষণা প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খান।
বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক প্রতিনিধি বৃন্দ, সাবেক সদস্য, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিদ্যালয় পরিচালনা ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
জানা গেছে গত ২৪শে নভেম্বর ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা ভোটের মাধ্যমে ৪জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করেন। স্কুল পরিচালনার জন্য ম্যানেজিং কমিটির মেয়াদকাল দুই বছর হয়ে থাকে। উপজেলার প্রাচীনতম বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১৮৬০ জন। নির্বাচিত এ ম্যানেজিং কমিটির মাধ্যমে বিদ্যালয় এর সার্বিক উন্নয়ন ও ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান আগের চেয়ে আরো ভালো হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীসহ সকলের।