স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব বড় ভেওলার বাসিন্দা ইসমাইলের স্ত্রী পেশায় একজন দিনমজুর। তসলিমা, ৩ সন্তান নিয়ে ১টি ছোট্ট ঘরে কোন রকমে বসবাস করে। ওখানে থেকে পাসবর্তি রাস্তার লাগুয়া একটি ছোট জাগায় বেড়া দিয়ে ১টিজুুবড়ি ঘর নির্মান করে আসছিল। ঐ ঘরটিও স্থানীয় মৃত ফকির আহাম্মদেরর পুত্র বাবুল, বাদল,সালামত,মনু, সহ ১০/১৫ জনের জনের একটি দল রাত ৩ টার দীকে তসলিমার নির্মানাধীন জুবড়ি ঘরটি ভাংচুর করে, এবং লুটপাাট করে পালিয়ে জায়। এদিকে অসহায় তসলিমা খোলা আকাশে বসবাস করে প্রশাসনের জরুরী হস্তেক্ষেপ কামনা করছেন।
কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫